মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউরকে ভারত পাঠাতে মার্কিন আদালতের রায়
ছবিঃ এলএবাংলাটাইমস
২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর হুসেন রানাকে ভারতে পাঠানো যেতে পারে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ভারত পাঠানোর পক্ষে রায় দেয় ক্যালিফোর্নিয়ার নবম সার্কিটের আপিল আদালত।
যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট আদালত আগেই রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট আদালতে যান রানা। আদালত সেই আবেদন নাকচ করে দেন। এবার ডিস্ট্রিক্ট আদালতের ওই রায়কে যথার্থ বলেছে ক্যালিফোর্নিয়ার আদালত।
মুম্বাই হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগে মার্কিন জেলা আদালতে রানার বিচার হয়েছিল। তাকে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বস্তুগত সহায়তা প্রদান এবং ডেনমার্কে সন্ত্রাসী হামলা চালানোর ব্যর্থ চক্রান্তে বস্তুগত সহায়তা প্রদানের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করে আদালত।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন