বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
নরেন্দ্র মোদি তার বাসভবনে একটি বাছুরের সঙ্গে সময় কাটাচ্ছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাসভবন লোককল্যাণ মার্গে জন্ম নেওয়া একটি বাছুরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বাছুরটিকে স্নেহভরে আদর করেছেন এবং কপালে চুমুও দিয়েছেন। এ ঘটনার ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি ভাইরাল হয়ে গেছে। বাছুরটির নাম রাখা হয়েছে ‘দীপজ্যোতি’।
এক্স হ্যান্ডেলে মোদি জানান, তার বাসভবন চত্বরে একটি গরু একটি বাছুরের জন্ম দিয়েছে। তিনি একটি ভিডিওও শেয়ার করেন যেখানে তাকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
মোদি হিন্দিতে লিখেছেন, ‘লোককল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে এক নতুন সদস্য শুভসংবাদ নিয়ে এসেছে। আলোর চিহ্নযুক্ত এই বাছুরের নাম রেখেছি দীপজ্যোতি।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন