আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

বিছিন্ন ইসলামাবাদ, পুলিশ হেফাজতে পিটিআই নেতা

বিছিন্ন ইসলামাবাদ, পুলিশ হেফাজতে পিটিআই নেতা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির নেতা–কর্মীদের বিক্ষোভের মুখে কঠোর অবস্থানে পাকিস্তান সরকার। বিক্ষোভ ঠেকাতে বিছিন্ন করে রাখা হয়েছে রাজধানী ইসলাবাদ। এরই মধ্যে আজ শনিবার বিক্ষোভে যোগ দিতে আসা খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরকে পুলিশ হেফাজতে নেওয়ার গুঞ্জন উঠেছে। তবে সরকারি সূত্র বলছে, তাঁকে গ্রেপ্তার করা হয়নি। পিটিআইয়ের নেতা ব্যারিস্টার সাইফ বলেছেন, গান্দারপুরকে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদে হেফাজতে নেওয়া হয়নি।

তবে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গান্দারপুরকে গ্রেপ্তারে ইসলমাবাদের কেপি হাউসে রেঞ্জার্স প্রবেশ করেছে। আজ স্থানীয় সময় সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারে পুলিশ ও রেঞ্জার্স ইসলামাবাদের কেপি হাউসে প্রবেশ করে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে দলীয় বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন গান্দারপুর।

পাকিস্তানের রাজধানীজুড়ে আজ পরিস্থিতি ছিল থমথমে। এর আগে গতকাল শুক্রবার পুলিশ ও পিটিআইয়ের কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ পরিস্থিতির মধ্যেও লাহোরে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যেতে অনড় দলটির নেতা–কর্মীরা।

পিটিআইয়ের বিক্ষোভ ও সরকারের অনড় অবস্থান ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি টানা দুই দিন প্রায় যোগাযোগবিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।

কারফিউ ভঙ্গ করে ইসলামাবাদসহ অনেক স্থানে বিক্ষোভ করায় পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাসহ দলটির শত শত কর্মীকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু ইসলামাবাদেই পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১০০ নেতা–কর্মীকে আটক করা হয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়, আজও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক কনটেইনার দিয়ে বন্ধ করে রাখা হয়। লাহোর ও ইসলামাবাদে স্কুল বন্ধ রাখা হয়। মোবাইল ইন্টারনেটও বন্ধ।

এদিকে সড়ক বন্ধ থাকায় তোশাখানা মামলার শুনানি নিতে আদালতে যেতে পারেননি বিচারক। এ মামলাল শুনানি ৭ ও ৮ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

সরকারি বাধার মুখেও ইসলামাবাদে বিক্ষোভ চালিয়ে যেতে পিটিআই বদ্ধপরিকর। ইমরান খানের ডাকে সাড়া দিয়ে ডি-চক ও লাহোরের মিনার-ই-পাকিস্তানে বিক্ষোভ করতে চান তাঁরা। এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামাবাদে পৌঁছান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দারপুর। তাঁকে অনুসরণ করে পুলিশ ও রেঞ্জার্স। এরপরই কেপি হাউসে ঢুকে পড়ে তারা।

ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত বেআইনি অস্ত্র ও মদ উদ্ধারের মামলায় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরের জন্য জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একমাত্র উদ্দেশ্য দেশে আগুন লাগানো। পিটিআই কর্মীদের কোনো সহনশীলতা প্রাপ্য নয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত