মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
নিজামীর ফাঁসির ব্যাপারে পাকিস্তানের বিবৃতি
মানবাতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে বিবৃতি দিয়েছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মতিউর রহমান নিজামীর ফাঁসিতে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।
ঢাকা ইসলামাবাদকে বাংলাদেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে নাক না গলাতে বলার এক দিন পরই পাকিস্তানের পক্ষ থেকে এ বিবৃতি দেয়া হলো।
এতে আরও বলা হয়, ‘‘ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী দলের নেতাদের হত্যা করার মাধ্যমে তাদের দমন করা গণতন্ত্রের মূল্যবোধ বিরুদ্ধ। এই ফাঁসি বাংলাদেশের জনগণের জন্যও দূর্ভাগ্যজনক যারা নিজামীকে সংসদে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল।”
বিচারকাজ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার সংস্থা আদালতের কর্মপ্রক্রিয়া নিয়ে আপত্তি উত্থাপন করেছে বলে উল্লেখ করা হয়। বিবৃতির শেষে নিজামীর পরিবারের সদস্য ও তার অনুসারীদের প্রতি সমবেদনা জানানো হয়।
শেয়ার করুন