হোয়াইট হাউজে ‘মুসলিম-আমেরিকান কম্যুনিটি লিয়াজোঁ’ অফিসার নিয়োগ
মুসলিম-আমেরিকানদের সুবিধার্থে হোয়াইট হাউজে নয়া একজন কর্মকর্তা নিয়োগ করা হলো। মুসলমানেরাও প্রশাসনের যাবতীয় সুযোগ-সুবিধার অধিকার রাখেন-এ ব্যাপারটি স্পষ্ট করা এবং রাজনীতি ও প্রশাসনে মুসলিম-আমেরিকানদের অংশগ্রহণ বৃদ্ধির অভিপ্রায়ে যাকি বারজিঞ্জি (২৭)কে হোয়াইট হাউজে ‘মুসলিম-আমেরিকান কম্যুনিটি লিয়াজোঁ’ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
হোয়াইট হাউজের মিডিয়া সম্পর্কিত পরিচালক জানিয়েছেন, প্রশাসনে সর্বসাধারণের সম্পৃক্ততা বিষয়ক দফতরের অধীনে যাকি বারজিঞ্জি কাজ করবেন। মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ এবং শিখ সম্প্রদায়ের অধিকার সুরক্ষায়ও তাকে কাজ করতে হবে।
ভার্জিনিয়ায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান যাকি ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘মুসলিম ইয়ুথ অব নর্থ আমেরিকা’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে তিনি রাজ্য গভর্নরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী টেরি ম্যাকঅলিফের পক্ষে কাজ করেন। এশিয়ান-আমেরিকান, আরব-আমেরিকানদের প্রতিনিধি হিসেবে টেরির পক্ষে অনেক ভোট সংগ্রহ করতে সক্ষম হন। যার ফলশ্রুতিতে টেরি ম্যাকঅলিফ বিপুল বিজয় পেয়েছেন ঐ নির্বাচনে। মুসলিম-আমেরিকানসহ অন্যান্য ধর্ম-জাতিগোষ্ঠির মধ্যে বেশ জনপ্রিয় বিবেচনায় ভার্জিনিয়া রাজ্য গভর্নর (ডেমক্র্যাট) টেরি ম্যাকঅলিফ যাকিকে ‘ইন্টার গভর্নমেন্টাল এফেয়ার্স’ দফতরের উপ-পরিচালক হিসেবে নিয়োগ করেন। সেই দায়িত্ব ছেড়ে দিয়েই হোয়াইট হাউজে নয়া এ দায়িত্ব নিলেন যাকি।
যাকির নিয়োগে গভীর সন্তোষ প্রকাশ করে হোয়াইট হাউজে পাবলিক এঙ্গেজম্যান্ট অফিসের জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালারি জারেট গত বৃহস্পতিবার এক বিবৃতিতে গত বৃহস্পতিবার বলেছেন, ‘সকল ধর্ম বিশ্বাসী আমেরিকানদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত রাখতে বদ্ধ পরিকর ওবামা প্রশাসন। আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ণাঢ্য ঐতিহ্যের অন্যতম একটি অধ্যায়। ওবামা প্রশাসন সে ঐতিহ্যকে অটুট রাখতে বদ্ধপরিকর। এভাবেই আমরা যদি যুক্তরাষ্ট্রের সামগ্রিক সমৃদ্ধিতে মুসলিম-আমেরিকানদের অবদানকে সম্মান জানিয়ে যেতে পারি, তাহলে আমরা ধর্মীয় কারণে বৈষম্য হ্রাসেও সক্ষম হবো। শুধু তাই নয়, ধর্মবিশ্বাসের কারণে অযথা হয়রানি এবং হামলার ঘটনা রোধেও সক্ষম হবো। একইসাথে বর্তমান সময়ে মুসলিম আমেরিকানরা যে পরিস্থিতির মুখোমুখী হয়েছেন এবং জাতিগতভাবে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন-তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার পথও সুগম হবে।’
শেয়ার করুন