সিরিয়ায় গিয়ে শারার সঙ্গে দেখা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমাদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রায় ২৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকা সিরিয়ার নেতা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর রোববার (২২ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে বৈঠক করলেন ফিদান।
তুরস্কের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ এবং দামেস্ক দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলুও উপস্থিত ছিলেন।
8
সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমাদ আল শারার সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া এসাদ হাসান শাইবানিও তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।
মধ্যপ্রাচ্য বিষয়ক এক শীর্ষ মার্কিন কূটনীতিকও শুক্রবার দামেস্ক সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হায়াত তাহরির আল শামের (এইচটিএস) কর্মকর্তাদের সাথে একটি 'অন্তর্ভুক্তিমূলক' রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত ৮ ডিসেম্বর সরকারবিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন