কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমান বিধ্বস্ত
গত সপ্তাহে কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া আজারবাইজানের যাত্রীবাহী বিমানটি অনিচ্ছাকৃতভাবে হলেও রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে। এমনটাই বলছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
রোববার (২৯ ডিসেম্বর) আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, আমরা সম্পূর্ণ স্পষ্টতার সঙ্গে বলতে পারি, বিমানটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, তবে এটি করা হয়েছিল।
প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, তথ্য ইঙ্গিত দেয় বিমানটি গ্রোজনি শহরের কাছে রাশিয়ার ভূখণ্ডের উপর বাইরে থেকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। একই সঙ্গে ভূমি থেকে গোলাবর্ষণের ফলে বিমানের লেজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আলিয়েভ বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রথম তিন দিন আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য ছাড়া আর কিছুই শুনিনি।
এই দুর্ঘটনায় বিমানের ৬৭ জন আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হন। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে চেচনিয়া প্রজাতন্ত্রের আঞ্চলিক রাজধানী গ্রোজনির কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গোলাবর্ষণ করা হয়েছিল।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন