আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত

টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নতুন বছরের প্রথমদিনে ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাসের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়ে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে চলন্ত পিকআপ ট্রাক নিয়ে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লাস ভেগাসে গাড়ি বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দু’টি গাড়িই ভাড়া করা এবং দু’টিই টুরো নামের কার-শেয়ারিং অ্যাপের মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল।

টেসলার সাইবারট্রাক বিস্ফোরণের এ ঘটনাটি সন্ত্রাসবাদী কোনো কাজ কি না এফবিআই তা তদন্ত করে দেখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প হোটেলের ভেতর ও বাইরে থেকে প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওগুলোতে দেখা গেছে, হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা সাইবারট্রাকটি বিস্ফোরিত হয়েছে এবং আগুনের শিখা বাইরে বের হয়ে আসছে।

লাস ভেগাসের দমকল কর্মীরা গাড়িতে বিস্ফোরণ ঘটার খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। আহতদের মধ্যে দুইজনকে সামান্য জখমসহ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাম্প হোটেল খালি করে সব অতিথিকে আরেকটি হোটেলে নিয়ে রাখা হয়।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ইন লাস ভেগাস যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের অংশ। ট্রাম্প ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউজে উঠবেন।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের একজন শীর্ষ সমর্থক হিসেবে কাজ করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন উপদেষ্টা হিসেবেও কাজ করবেন।

লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল স্থানীয় সময় বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, “স্পষ্টতই সাইবারট্রাক, ট্রাম্প হোটেল- অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের।”

ম্যাকমাহিল জানান, ২০২৪ সালের মডেলের সাইবারট্রাকটির ভেতরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর বিস্ফোরণে আরও সাতজন সামান্য আহত হয়েছেন।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে সাইবারট্রাকটিকে ট্রাম্প হোটেলের সামনে আনা হয়। তখন পুলিশ নিউ অরলিন্সে বুধবার ভোররাতে ঘটে যাওয়া হামলার বিষয়টি নিয়ে সচেতন ছিল।

তিনি আরও জানান, এই সাইবারট্রাক ও নিউ অরলিন্সের হামলায় ব্যবহার করা পিকআপটি কার-শেয়ারিং পরিষেবা টুরোর মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল।

এফবিআইয়ের দায়িত্বে থাকা বিশেষ গোয়েন্দা জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের জানিয়েছেন, সাইবারট্রাকের এই বিস্ফোরণটি সন্ত্রাসবাদী কাজ কি না তা এখনো পরিষ্কার হয়নি।

তিনি জানান, সাইবারট্রাকটি যে চালাচ্ছিল ওই ব্যক্তিকে এফবিআই শনাক্ত করেছে। গাড়িটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করার সময় হয়নি।

মাস্ক বলেছেন, সাইবারট্রাকটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত