মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
চীন ট্রাম্প-ক্লিন্টনদের মুখোশ বানাচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোট হবে নভেম্বর মাসে। কিন্তু নির্বাচনের উত্তাপ এখন থেকেই ক্রমশ বাড়ছে। শুধু তাই নয় মার্কিন মুলুকে ভোটযুদ্ধের ঢেউ গিয়ে আছড়ে পড়েছে সুদূর চীনের মাটিতে। যুযুধান দুই প্রতিপক্ষ রিপাবিলিকানদের ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের হিলারি ক্লিন্টন। আর এই দুই প্রতিদ্বন্দ্বীর প্রচারে ব্যবহারের জন্য বিপুল সংখ্যক মুখোশ এবং পুতুল বানানোর বরাত পেয়েছে চীনের সংস্থাগুলো। ট্রাম্পের মুখোশ বানানোর সবচেয়ে বড় বরাত পেয়েছে জিনহুয়া পার্টটাইম নামে একটি চীনা সংস্থা। কয়েক লক্ষ রাবারের মুখোশ বানাচ্ছে। পার্টি হাউজ নামে একটি প্রতিষ্ঠান বানাচ্ছে মূলত হিলারি ক্লিনটনের মুখোশ। আর সেক্ষেত্রে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থীর মুখের খুঁটিনাটি লক্ষ্য রাখতে হচ্ছে তাদের। যুক্তরাষ্ট্রে কেবল প্রেসিডেন্ট নির্বাচন নয়, যে কোনও উৎসবে কিংবা বিক্ষোভেও রাবার মুখোশের ব্যবহার বেশ জনপ্রিয়। এর বড় অংশটিই আসে চীন থেকে। অনেক উদ্যোক্তাই কৌতুক করে বলছেন, চীনে ট্রাম্পের যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, তাতে নির্বাচিত হলে তিনি ওই দেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে দিতে পারেন। - সূত্র : আজকাল
শেয়ার করুন