মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
ফ্লোরিডার দিকে এগোচ্ছে ‘কলিন’
মেক্সিকো উপসাগরে রবিবার সৃষ্টি হয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘কলিন’। এটি এখন ফ্লোরিডার পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আটলান্টিকের দিকে যাওয়ার আগে এটি ফ্লোরিডার পশ্চিম উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় হারিকেন সেন্টার (এনইচসি) জানায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় কলিন ফ্লোরিডার টেম্পার প্রায় ৪৬০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এটি ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এ এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।
সোমবার গ্রীনিচ ১২ টা ১ সেকেন্ডে মায়ামি ভিত্তিক এনএইচসি জানায়, কলিন ফ্লোরিডা পৌঁছার আগে কিছুটা শক্তি সঞ্চয় করতে পারে। ঝড়ের প্রভাবে তিন থেকে পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি বিজ্ঞানীরা জানান, আগামী ১ জুন আটলান্টিকে হারিকেন মৌসুম শুরু হচ্ছে। এ মৌসুমে এখানে আরো কয়েকটি ঝড় তৈরি হতে পারে। ৩০ নভেম্বর পর্যন্ত এ মৌসুম চলবে।
ন্যাশনাল ওশানিক এন্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন্স (এনওএএ) ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানায়, এ মৌসুমে আটলান্টিকে ১০ থেকে ১৬ টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সৃষ্টি হতে পারে। এর মধ্যে চার থেকে আটটি হারিকেনে পরিণত হতে পারে।
শেয়ার করুন