কাদের গনি চৌধুরী: ভারতের পুশ-ইন কৌশল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি
প্রশান্ত মহাসাগরে যৌথ নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত
পশ্চিম প্রশান্ত মহাসাগরে বড় ধরনের যৌথ নৌমহড়া করবে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত।
জাপানি দ্বীপ চাইনের কাছে শুক্রবার থেকে শুরু হবে এ মহড়া। চলবে টানা আটদিন। দ্বীপটির কিছু অংশ চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
মহড়ায় অংশ নেবে তিন দেশের নৌবহর। কাছাকাছি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের মালিকানা চীন দাবি করে আসার কারণে বেইজিং পশ্চিম প্রশান্ত মহাসাগরেও আধিপত্য বিস্তার করতে পারে বলে টোকিও এবং ওয়াশিংটন উদ্বিগ্ন।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মালাবার নামের এই নৌমহড়াটি যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ আয়োজনে প্রতিবছরই হয়ে থাকে। তবে এবার জাপান অনেকদিন পর এ মহড়ায় যোগ দিচ্ছে।
২০০৭ সালের পর জাপান এ বছরই প্রথম এ নৌমহড়ায় অংশ নেবে। গত বছর বঙ্গোপসাগরে এই নৌমহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। সূত্র: রয়টার্স
শেয়ার করুন