উডল্যান্ড হিলসে রহস্যজনক মৃত্যুর ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর তবে রাজি নয় হামাস
মিশর নতুন করে হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা।
আল জাজিরা আরবকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানায়, মিশরের কাছ থেকে হামাস একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। কিন্তু মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না যদি ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করে।
ওই কর্মকর্তা বলেন, 'মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তবে তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।'
'মিশর অংশ আমাদের জানায় যে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।'
এইদিকে হামাস তার অবস্থানে অনড়, যেকোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে।
ওই কর্মকর্তা আরও বলেন, 'হামাসের অস্ত্র "আলোচনার বিষয় নয়"।'
তবে ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পনঅন্তর্ভুক্ত।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন