পোপ লিও চতুর্দশের প্রথম রবিবারের প্রার্থনায় ইউক্রেন ও গাজায় শান্তির আহ্বান
ছবিঃ এলএবাংলাটাইমস
সদ্য নির্বাচিত পোপ লিও চতুর্দশ তার প্রথম রবিবারের মধ্যাহ্ন প্রার্থনায় ইউক্রেন ও গাজায় চলমান সংঘাতের অবসান এবং বিশ্বব্যাপী শান্তির জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। এছাড়া, তিনি বিশ্বব্যাপী মায়েদের মাদার’স ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
সেন্ট পিটার্স ব্যাসিলিকার কেন্দ্রীয় বারান্দা থেকে প্রায় ১ লাখ মানুষের সামনে পোপ বলেন, “আমি বিশ্বের শক্তিধর দেশগুলোর উদ্দেশ্যে আবারও বলছি— আর কখনও যুদ্ধ নয়।” তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ক্লান্ত জনগণের জন্য মানবিক সহায়তা এবং সকল জিম্মির মুক্তির আহ্বান জানান ।
ইউক্রেন প্রসঙ্গে পোপ বলেন, “প্রিয় ইউক্রেনীয় জনগণের কষ্ট আমার হৃদয়ে গভীরভাবে অনুভব করি।” তিনি সেখানে একটি “সত্যিকারের, ন্যায্য ও স্থায়ী শান্তি” প্রতিষ্ঠার আহ্বান জানান ।
পোপ লিও চতুর্দশ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন, তার এই প্রথম রবিবারের প্রার্থনায় পূর্বসূরি পোপ ফ্রান্সিসের শান্তির বার্তার প্রতিধ্বনি করেন। তিনি বলেন, “বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ড খণ্ড অংশে প্রবেশ করেছে,” যা পোপ ফ্রান্সিসের একটি পূর্ববর্তী মন্তব্যের পুনরাবৃত্তি ।
বিশ্বের বিভিন্ন দেশে মাদার’স ডে উপলক্ষে পোপ বলেন, “আমি পৃথিবীর সকল মাকে, এমনকি যারা আমাদের মাঝে নেই, তাদেরকেও শুভেচ্ছা জানাই।”
পোপের এই বক্তব্য তার শান্তি ও মানবিক সহানুভূতির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন