নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে দুই সপ্তাহের সময়সীমা দিলেন ট্রাম্প
ছবিঃ এলএবাংলাটাইমস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক মন্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই সপ্তাহের সময়সীমা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, পুতিন যদি এই সময়ের মধ্যে শান্তি আলোচনায় আন্তরিকতা না দেখান, তাহলে যুক্তরাষ্ট্রকে “ভিন্নভাবে প্রতিক্রিয়া” জানাতে হবে। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষত বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে।
এই মন্তব্যটি এসেছে এমন এক সময়ে যখন রাশিয়া আবারও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ১৩ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। ট্রাম্প এই ধরনের আক্রমণকে “অমানবিক” এবং “সন্ত্রাসী কার্যক্রম” বলে অভিহিত করেছেন। তিনি পুতিনকে “পাগল” বলে কটাক্ষ করে বলেন, “সে যেন আগুন নিয়ে খেলছে”।
ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কূটনৈতিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি চান দুই সপ্তাহের মধ্যে রাশিয়া শান্তি আলোচনায় এগিয়ে আসুক। অন্যথায়, তিনি বলছেন, “যুক্তরাষ্ট্র নতুন নীতিগত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যা হয়তো পুতিনের জন্য আরামদায়ক নাও হতে পারে।”
ইউক্রেন ইতোমধ্যেই এক মাসব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন যে, রাশিয়া নতুন করে সুমি অঞ্চলে সেনা সমাবেশ করছে—যা বড় ধরণের আক্রমণের ইঙ্গিত দিতে পারে।
এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের বক্তব্যকে “উসকানিমূলক” বলে অভিহিত করেছেন এবং হুঁশিয়ারি দেন যে, এর ফলে বিশ্ব একটি বড় যুদ্ধের দিকে ধাবিত হতে পারে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ট্রাম্পের এই সময়সীমা ঘোষণাকে খুবই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। এখন দেখার বিষয়, পুতিন আদৌ এই সময়সীমাকে আমলে নেন কিনা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন