আপডেট :

        জাতিসংঘে সরব বাংলাদেশ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে

        আওয়ামী লীগ কার্যালয়ের স্থানে নির্মাণ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার

        ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ১০

        ক্যালিফোর্নিয়ার উত্তরের উপকূলে সুনামি সতর্কতা জারি: ক্রিসেন্ট সিটিতে সর্বোচ্চ ঝুঁকি

        চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, তবে শুল্ক চুক্তি ট্রাম্পের সম্মতির ওপর নির্ভর

        বিতর্কের মধ্যেই ট্রাম্পের সাবেক আইনজীবী বোভকে ফেডারেল আপিল আদালতের আজীবন বিচারক নিয়োগ

        রাশিয়ার কাছে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা

        ক্যালিফোর্নিয়া উপকূলে ছোট বিমান বিধ্বস্ত: তিনজন নিহত

        চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

        মিনিবাইকারদের অবরোধ, স্টান্ট, ও বিশৃঙ্খলা—অভিনেতার মুখে ঘুষি!

        স্টুডিও সিটিতে সড়কে বসে থাকা নারীকে গাড়িচাপা, ঘটনাস্থলেই মৃত্যু

        লস এঞ্জেলেস কাউন্টি: পুলিশ পরিচয় গোপনের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ

        বাড়ি থেকে ৩৮টি অবহেলিত কুকুর উদ্ধার, মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        নিউ ইয়র্কে প্রাণঘাতী গুলিবর্ষণকারী ছিলেন সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্কুলের সাবেক ফুটবল খেলোয়াড়

        ১৩ মিলিয়ন ডলারের ফেডারেল প্রতারণা মামলায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির দোষ স্বীকার

        উৎসব’ এখন আপনার হাতের মুঠোয়, ঘরে বসেই দেখুন!

        টি-২০ ক্রিকেটে ইতিহাস: মহেশ তাম্বের ৮ বলে ৫ উইকেটের বিশ্ব রেকর্ড!

        বলিউডের কোন অভিনেত্রী কত পারিশ্রমিক পান?

        বিএনপির অবস্থান: সমানুপাতিক প্রতিনিধিত্ব ছাড়া নির্বাচন বর্জন

        আর্কটিকে আধিপত্য বিস্তারে মার্কিন চাল: রাশিয়ার দ্বীপপুঞ্জ কিনতে ১৫ বিলিয়ন ডলারের প্রস্তাব

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন কারোল নাওরোকি

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন কারোল নাওরোকি

ইতিহাসবিদ, সাবেক অপেশাদার বক্সার ও জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ৪২ বছর বয়সী কারোল নাওরোকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। ডানপন্থী ল অ্যান্ড জাস্টিস (পি আই এস) দলের সমর্থনে নির্বাচনে অংশ নেওয়া নাওরোকি পেয়েছেন ৫০.৮৯ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী, ওয়ারশ শহরের উদারপন্থী মেয়র রাফায়েল ত্রাশকোভস্কি পেয়েছেন ৪৯.১১ শতাংশ। আজ সোমবার চূড়ান্ত ফল ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।

২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ শাসন করেছে পি আই এস এবং এই নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী হিসেবে নাওরোকির বিজয় পোল্যান্ডের বর্তমান প্রো-ইউরোপীয় সরকার তথা প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সংস্কার এজেন্ডার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

নাওরোকি তার প্রচারাভিযানে বারবার বলেন—সমাজকল্যাণ সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা বাসস্থানের ক্ষেত্রে পোল্যান্ডের নাগরিকদের অগ্রাধিকার পাওয়া উচিত। এপ্রিল মাসে এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, ‘সামাজিক সুবিধা সর্বাগ্রে পোল্যান্ডবাসীর জন্য হতে হবে।’ এই বক্তব্য থেকেই তার অভিবাসনবিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

ইউক্রেনবিরোধী অবস্থান ও জেলেনস্কিকে ‘দাম্ভিক’ বলা

নাওরোকি মে মাসে ইউক্রেনের প্রতি পোল্যান্ডের সহায়তার জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ না করার অভিযোগ তোলেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ প্রার্থিতার বিরোধিতা করেন। এসব বক্তব্য তাকে ইউক্রেনবিরোধী হিসেবে পরিচিতি দেয়।

নাওরোকি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

মে মাসে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প তাকে জানান, ‘তুমি জিতবে।’ এই সাক্ষাৎকারের ছবি প্রকাশ পেলে বিতর্ক শুরু হয়। ছবিতে দুইজনকে থাম্বস আপ দিতে দেখা যায়।

সরকারি জোটের কয়েকজন নেতা এই ঘটনাকে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম পোল্যান্ড সফরে এসে এক রক্ষণশীল সম্মেলনে বক্তব্য রেখে প্রকাশ্যে নাওরোকির প্রতি সমর্থন জানান এবং বলেন, ‘তারই পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।

অভিবাসী রোধ ও যুদ্ধক্ষতিপূরণ দাবি

নাওরোকি জার্মান সীমান্তে অভিবাসী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের পক্ষে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জার্মানির কাছে পুনরায় ক্ষতিপূরণ দাবি তোলার পক্ষেও জোরাল অবস্থান নিয়েছেন।

প্রচারণার সময় নানা বিতর্কে জড়িয়ে পড়েন নাওরোকি। জানা যায়, তিনি একাধিক ফ্ল্যাটের মালিক, যদিও তিনি দাবি করেছিলেন, তার একটিমাত্র ফ্ল্যাট আছে। অভিযোগ ওঠে, একজন বৃদ্ধের সঙ্গে জটিল চুক্তির মাধ্যমে তিনি দ্বিতীয় ফ্ল্যাটটি অর্জন করেন।

আরেকদিকে, একটি প্রতিবেদনে বলা হয়, একসময় হোটেলের নিরাপত্তাকর্মী থাকাকালে তিনি অতিথিদের জন্য যৌনকর্মী জোগাড় করতেন। এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নাওরোকি বলেন, ‘এসব মিথ্যা ও অপপ্রচার এবং তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।’

একাডেমিক পটভূমি ও পেশাগত জীবন

বাল্টিক সাগরের তীরে অবস্থিত গদানস্ক শহরে জন্ম নেওয়া নাওরোকি ছোটবেলায় বক্সিং ও ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন। পরে ইতিহাসে পিএইচডি এবং এমবিএ করেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি গদানস্কের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘরের পরিচালক ছিলেন। এরপর ‘ইনস্টিটিউট অব ন্যাশনাল রিমেমব্রান্স’-এর নেতৃত্বে আছেন। তার গবেষণার বিষয় কমিউনিস্ট আমলের অপরাধ, পোল্যান্ডের প্রতিরোধ আন্দোলন ও ক্রীড়া ইতিহাস। ২০২৪ সালে পোল্যান্ডে সোভিয়েত-যুগের একটি স্মৃতিস্তম্ভ অপসারণের পর রাশিয়া তাকে তাদের ‘ওয়ান্টেড লিস্টে’ যুক্ত করে। এরপর নাওরোকি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ করেন।

বই লেখা ও ছদ্মনাম বিতর্ক

২০১৮ সালে কমিউনিস্ট আমলের অপরাধজগতের কুখ্যাত চরিত্র নিকোডেম স্কোতারচাককে নিয়ে তিনি ছদ্মনাম ‘তাদেউস বাতির’ নামে একটি বই লেখেন। ওই বছর রাষ্ট্রীয় টিভিতে একজন ‘বাতির’ নামে ব্যক্তিকে দেখানো হয়, যিনি দাবি করেন, নাওরোকির অনুপ্রেরণায় তিনি লিখেছেন। পরে জানা যায়, বাতির ও নাওরোকি আসলে একই ব্যক্তি। বিরোধীরা বিষয়টি নিয়ে সমালোচনা করে এবং এটি আত্মপ্রকাশের কৌশল বলে অভিযোগ তোলে।

নাওরোকি ইংরেজি বলতে পারেন, এখনও অবসর সময়ে বক্সিং করেন এবং নিজেকে ‘এই কঠিন সময়ে পোল্যান্ডের জন্য দরকারি একজন শক্তিশালী প্রেসিডেন্ট’ বলে দাবি করেন। তিনি তার স্ত্রী মার্তা, দুই সন্তান এবং এক সৎপুত্রকে নিয়ে বসবাস করেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত