ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি: পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ১০-১২ দিনের সময়সীমা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘১০ বা ১২ দিনের’ নতুন সময়সীমা দিয়েছেন।
যুক্তরাজ্যের টার্নবেরি থেকে বার্তাসংস্থা এএফপি জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আজ থেকে প্রায় ১০ বা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না।’
গত তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ফলাফল পাওয়া যায়নি।
এখন দেখার অপেক্ষা ট্রাম্পের এই আল্টিমেটামে দুই দেশের যুদ্ধ বন্ধে আদৌ কোনো ভূমিকা রাখে কিনা?
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন