নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
আত্মীয়দের হাতে ৯ বছরের শিশুর বলি, ওঝার পরামর্শে মানববলির ভয়াবহ ঘটনা
ছবিঃ এলএবাংলাটাইমস
ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার ভলুয়ানি থানা এলাকার পতখউলি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার উদ্ঘাটন হয়েছে। পরিবারেরই চারজন আত্মীয় মিলে এক ৯ বছরের শিশুকে তন্ত্রসাধনার উদ্দেশ্যে বলি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
শিশুটির নাম আরুষ গৌর। সে গত ১৭ই এপ্রিল থেকে নিখোঁজ ছিল। তদন্তে জানা যায়, অভিযুক্ত ইন্দ্রজিৎ কুমার গৌর বিশ্বাস করতেন যে, তার স্ত্রী এক দেবতার দ্বারা ‘আক্রান্ত’ এবং তাকে নিরাময় করতে মানববলির প্রয়োজন।
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিক্রান্ত বীর জানান, নিখোঁজ সংক্রান্ত তদন্তে একাধিক টিম গঠন করা হয়। পরে অভিযুক্ত জয়প্রকাশ গৌরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে এবং অপর তিন অভিযুক্ত—ইন্দ্রজিৎ কুমার গৌর (ওরফে আতুল), ভীম গৌর ও রামাশঙ্কর ওরফে শঙ্কর গৌরের নাম প্রকাশ করে।
তদন্তে উঠে এসেছে, ইন্দ্রজিৎ তার স্ত্রীকে ‘সুস্থ’ করতে তার কাকা জয়প্রকাশ গৌরের কাছে গেলে, জয়প্রকাশ এক মানববলির পরামর্শ দেন। পরে রামাশঙ্করের সঙ্গে যোগাযোগ করে ₹৫০,০০০ রূপির বিনিময়ে একটি শিশু জোগাড় করতে বলেন।
১৬ই এপ্রিল, রামাশঙ্কর নিজের ভাইপো, আরুষ গৌরকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসে এবং পরে ইন্দ্রজিৎ ও ভীমের হাতে তুলে দেয়।
১৯ই এপ্রিল রাতে, অভিযুক্তরা পিপরা চন্দ্রভান এলাকার একটি বাগানে গিয়ে তন্ত্রসাধনার নামে রীতিমতো একটি বলি-অনুষ্ঠান করে। ওই রাতেই তারা শিশুটির গলা কেটে হত্যা করে এবং মৃতদেহ মাটিচাপা দেয়। ২০শে এপ্রিল, মৃতদেহটি ফের মাটি থেকে তুলে একটি বস্তায় ভরে বারোজহ এলাকার গৌরাঘাটে নদীতে ফেলে দেয় একটি পিকআপ ভ্যানে করে।
পুলিশ জানিয়েছে, চারজন অভিযুক্তকেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই নির্মম ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং চার্জশিট দ্রুত দেওয়া হবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন