দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার
৫.৫ মাত্রার ভূমিকম্পে ঝলসে উঠল জিলিন প্রদেশ, চীন
চীনের জিলিন প্রদেশে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না ডেইলি জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।
চীনা ভূকম্পন নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, প্রদেশের উত্তর-পূর্ব ইয়ানবিয়ান কোরিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের হুনচুনে এটির উৎপত্তি।
সিইএনসি আরও জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪৩.০৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ভূমিকম্পটি ভূপৃষ্ট থেকে ৫৬০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন