৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
ফ্লোরিডার নাইটক্লাবে গুলি, নিহত ২
কয়েক দিনের মধ্যেই একের পর এক হামলা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। গত এক সপ্তাহের মধ্যে জার্মানির মিউনিখের শপিংমলে হানা, পরে রোববার জার্মানির নুরেমবার্গে হামলায় প্রাণ গেছে সাধারণ মানুষের। আর এবার বন্দুকবাজের হানা অ্যামেরিকার ফ্লোরিডার একটি নাইটক্লাবে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় ইতিমধ্যেই মারা গেছেন কমপক্ষে দু’জন। গুলিবিদ্ধ হয়ে আহত ১৭।
সূত্রের খবর, ফোর্ট মায়ার্সের ক্লাব ব্লুতে একটি পার্টি চলাকালীন হামলা হয়। স্থানীয় সময় রাত ১টার কিছু পরে হামলা চলে বলে প্রাথমিক সূত্রে খবর।
বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মারা যান দুইজন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন