৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহবান অ্যামনেস্টির
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহবান জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার অ্যামনেস্টির ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়েছে। এতে মীর কাসেম আলীর বিচারকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বিবৃতিতে বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের ন্যায় বিচার চায়। কিন্তু একের পর এক মৃত্যুদণ্ড সমাজকে বিভক্তির দিকে নিয়ে যাবে।
বিবৃতিতে বলা হয় গত সপ্তাহে জাতিসঙ্ঘের একটি বিশেষজ্ঞ দল মীর কাসেম আলীর বিচারে বিভিন্ন ত্রুটির কারণে তার মৃত্যুদণ্ড রহিত করে পুনর্বিচারের আহবান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের নেতৃস্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সময়।
বিবৃতিতে চম্পা প্যাটেল মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের নিখোঁজ বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে।
শেয়ার করুন