৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
দাউদ ইব্রাহিমের সহযোগী ৪০ কোটি রুপি নিয়ে উধাও!
অন্ধকার জগতের রাজা দাউদ ইব্রাহিম। অস্ত্র, সন্ত্রাস, অপহরণ ও মাদক চোরাচালানের সঙ্গে তার নাম আছে বিশ্বজুড়ে। কিন্তু তারই সহযোগী এবার তাকে ফাঁকি দিয়ে কোটি কোটি রুপি নিয়ে উধাও। একেই বলে ‘একই গোয়ালের গরু।’
আন্ডারগ্রাউন্ডের দুর্ধর্ষ মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভারতীয় সহযোগী খালিক আহমদ ৪০ কোটি লোপাট করে নিখোঁজ হয়েছেন।
দাউদের আয়ের আরেক উৎস অর্থপাচার। নয়াদিল্লিতে খালিক আহমদ এক ব্যক্তির কাছে থেকে ৪৫ কোটি রুপি গ্রহণ করেন। দাউদের কমিশন বাবদ ৫ কোটি রেখে বাকি ৪০ কোটি রুপি বিদেশে হাওয়ালা চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠায়। কিন্তু এ ৪০ রুপির কোনো হদিস নেই, সঙ্গে খালিকেরও সন্ধান নেই।
ভারতের সংস্থাগুলো দাউদের পাকিস্তানি সহযোগী জাবির মতি ও ভারতীয় সহযোগী খালিদের মধ্যকার কথোপকথনের রেকর্ড থেকে অর্থ লোপাটের তথ্য পাওয়া গেছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন