৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ জনের মৃত্যুদণ্ড
৯ বিদেশি নাগরিককে পাচার করার অভিযোগে এক বাংলাদেশি ও মিয়ানমারের দুইজন নাগরিকসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত।
সোমবার মালয়েশিয়ার একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল হাফিজুদ্দিন রামলি এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ইবরনি, জয়নাল নয়ন, জাহাঙ্গীর আলম আবুল হাসিন, সাইফুল সোনা মিয়া ও বাংলাদেশি নাগরিক আকবর।
মালয়েশিয়ার স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে জানা যায়, এই পাঁচ সদস্যের একটি দল ৮ বাংলাদেশি ও ১ মিয়ানমারকে কিডন্যাপ করে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০০০ রিঙ্গিত মুক্তিপণ দাবি করে।
গত ৬ সেপ্টেম্বর রাত আড়াইটায় পেন্ডাংয়ের ৫১নং কাম্পোং আসাম জায়ার ব্লক সি পেরুমাহান অঞ্চল থেকে অপহরণ করা হয়। তাদের প্রত্যেকের বয়স ছিল ২২ থেকে ৫১ বছর।
আদালত সূত্র জানায়, সাক্ষ্যপ্রমাণ শেষে সেকশন ৩ এর পাচার মামলার আইন ১৯৬১ ওই ৯ জনকে মুক্তিপণ দাবি, অপহরণ ও তথ্য গোপন করার অভিযোগে ৩টি ধারায় সাজা প্রদান করেছেন আদালত। একই সঙ্গে আসামি পক্ষ ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল না করলে হাইকোর্টের অনুমতি নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন