৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
ফুটপাতে খাবার ব্যবসায়ীর ৫০ কোটি টাকার সম্পত্তি!
খাবারের ব্যবসা করেন তারা। কিন্তু এসব ফুটপাত ব্যবসায়ীরা যে বিপুল সম্পদের মালিক হতে পারেন, তা কেউ কখনো ভাবেনি। কালো টাকা স্কিমে তাদের ধনসম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৫০ কোটি টাকারও বেশি। সম্প্রতি করের আওতায় নিতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
এই বিপুল কালো টাকার ‘ছোট’ ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন থানের বরা-পাও সেন্টারের মালিক। রয়েছেন ঘাটকোপরের ধোসা বিক্রির ঠেলা এবং অন্ধেরির স্যান্ডউইচ দোকানের মালিক। তবে নিজেদের এই সম্পত্তির কথা ঘোষণা করলেও তাদের ধারণা নেই যে এই টাকার ৪৫ শতাংশ সরকারকে কর হিসেবে দিতে হবে।
জানা গেছে মুম্বাই শহরের বিলাসবহুল এলাকায় বেনামে এদের বহু সম্পত্তি আছে। তাদের মধ্যে একজনের ছেলের বিয়েতে পার্টি দিতে চেয়েছিলেন তুরস্কে। ট্যাক্স কনসালট্যান্ট তা করতে নিষেধ করেন। সে কারণে পার্টি দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্স অ্যাডভাইজার বলেন, ‘এসব ফুটপাত ব্যবসায়ী কয়েক সপ্তাহের মধ্যে এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রি করতে পারবেন না। কিন্তু তাদের কাছে এখন ওই পরিমাণ সম্পত্তির ৪৫ শতাংশ কর দেওয়ার মতো টাকাও নেই।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন