আপডেট :

        কারা কফি থেকে বিরত থাকবেন, জেনে নিন—

        পশ্চিমা সমর্থন ছাড়া কি ইসরায়েলের অস্তিত্ব টিকবে? বিশ্লেষকদের মতামত

        নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়েঃ শারমীন মুরশিদ

        ‘শ্রাবণ বিদ্রোহ’: জুলাই গণ-অভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শন ৭ জুলাই

        লিভারপুল ও পর্তুগালের তারকা দিয়াগো জোতা গাড়ি দুর্ঘটনায় নিহত

        জুলাই সনদের দাবিতে অনড় এনসিপি, নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না: নাহিদ

        প্রধানমন্ত্রী থেকে সংস্কৃতিমন্ত্রী: পেতংতার্ন সিনাওয়াত্রার নতুন ভূমিকা

        বিটিএস ফিরছে পুরো দমে: ২০২৬-এ নতুন গান ও গ্লোবাল ট্যুরের প্রতিশ্রুতি

        ‘কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

        দুপুরে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

        পহেলগাম হামলার পর নিষেধাজ্ঞা শিথিল, পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ফিরল

        করোনার টিকা নিরাপদ, আকস্মিক মৃত্যুর গুজবে জবাব দিল গবেষণা

        জুলাই বিপ্লবের গুরুত্ব বুঝতে ব্যর্থ কিছু মানুষঃ বাঁধনের আক্ষেপ

        শুঁটকি পিৎজা: উত্তরায় ঢাকার খাবারের নতুন ট্রেন্ড সেট করছে

        অর্থ উপদেষ্টার বিপাকে পড়ার কারণ এনবিআর নিয়ে প্রকাশিত খবর

        বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী জীনাত রেহানা প্রয়াত হয়েছেন

        টাইগারদের শক্তিশালী শুরু: প্রথম সেশনেই তিন উইকেটের ধাক্কা

        ট্রাম্পের বাজেট বিল নিয়ে মাস্কের তীব্র সমালোচনা: শত্রুতার শুরু

        স্বৈরাচারের ছায়া মুছে ফেলতে তৎপর সমাজ

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

মৃতদের ভোটে জিতবে হিলারি : ট্রাম্পের ধারণা

মৃতদের ভোটে জিতবে হিলারি : ট্রাম্পের ধারণা

 জনমত জরিপে প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিন্টনের চেয়ে নিজের ব্যবধান ক্রমান্বয়ে বাড়তে থাকায় দিশেহারা ডোনাল্ড ট্রাম্প উদ্ভট সব মন্তব্য আর অভিযোগের সাথে যুক্ত করলেন মৃত আমেরিকান আর অবৈধ অভিবাসীদের। ২০০৮ সালের নির্বাচনে নর্থ ক্যারলিনা অঙ্গরাজ্যে বারাক ওবামা ১৪ হাজার ভোট বেশী পেয়ে জয়ী হয়েছিলেন এবং সেটি ঘটেছিল অবৈধ অভিবাসীরা ভোট দেয়ায়-গত সোমবার রাতে উইসকনসিনে এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এ অভিযোগ করেছেন।

ট্রাম্প বলেন, ‘তবে এবারের নির্বাচনে আমি জয়ী হবো অবৈধদের ভোট ছাড়াই। অবৈধ অভিবাসীর ভোট আমি চাই না।’ উল্লেখ্য, সিটিজেনরাই কেবলমাত্র ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। ভোট কেন্দ্রেও ভোটারের আইডি পরীক্ষা করা হয় ব্যালট প্রদানের আগে। অর্থাৎ অবৈধ অভিবাসী দূরের কথা, যাদের গ্রীণকার্ড রয়েছে তারাও ভোট দিতে পারেন না অর্থাৎ ভোটার হিসেবে তালিকাভুক্ত হবার সুযোগ নেই।

গ্রীণ বে সিটিতে অনুষ্ঠিত ঐ নির্বাচনী সমাবেশে ট্রাম্প আরো বলেছেন, ‘১৮ লাখ ভোটারের হদিস উদঘাটিত হয়েছে, যারা ইতিমধ্যেই মারা গেছেন অর্থাৎ মৃত ব্যক্তিরাও রয়েছেন ভোটার তালিকায়। তবে আমি মৃতদের ভোটে জয়ী হতে চাই না।’ হিলারির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১৮ লাখ মৃত ব্যক্তি ভোট দেবে অন্য কাউকে।’ উল্লেখ্য, ২০১২ সালে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত গবেষণায় ভোটার তালিকায় ১৮ লাখ মৃত ব্যক্তির নাম উদঘাটিত হয়। সেই তালিকা এখনও রয়েছে বলে মনে করছেন ট্রাম্প। যদিও সে ধারণা সঠিক নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
সাম্প্রতিক সময়ের জরিপ ও গবেষণায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে ক্ষীণ সম্ভাবনার চিত্র প্রতিফলিত হওয়ায় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততো বেশী উদ্ভট ও অনুমান নির্ভর অভিযোগ করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ভোটি জালিয়াতির হাস্যকর অভিযোগও করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, জরিপ পরিচালনাকারি সংস্থা এবং মিডিয়াকেও আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন তিনি। রিপাবলিকান পার্টির এই প্রার্থীর সাম্প্রতিক কিছু বক্তব্যে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার সামিল বলে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন।  স্মরণ করা যেত পারে, সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠিত নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপের হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলন ঘটে নির্বাচনী ফলাফলে।

হিলারি ক্লিন্টন ও ডেমক্র্যাটিক পার্টির পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দলে দলে কেন্দ্রে এনে মৃতদের ব্যালট সংগ্রহ করে সেখানে হিলারিকে জিতিয়ে নেয়ার ফন্দি আঁটা হয়েছে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। ‘তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রও করছেন। এমন অনেক তথ্য আমার কাছে এসেছে’-দাবি ট্রাম্পের। ট্রাম্পের অভিযোগ, ‘১০ বছর আগে মারা গেছেন, এমন  ব্যক্তিরা এখনও ভোটার তালিকায় রয়েছেন। অনেক রাজ্যে অবৈধ অভিবাসীদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।’

হিলারি ক্যাম্প থেকে ট্রাম্পের এসব অভিযোগকে ভিত্তিহীন ও পাগলের প্রলাপ বলে অভিহিত করা হয়েছে। ভোটারদের প্রতি আহবান জানানো হয়েছে, ‘ব্যালট যুদ্ধে ট্রাম্পের মত ধাপ্পাবাজ ও দুর্নীতিবাজ, লম্পটদের ধরাশায়ী করতে হবে। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে আবারো যুক্তরাষ্ট্রকে প্রশাণ করতে হবে যে, আমেরিকাই শ্রেষ্ঠ্য এবং বিশ্বকে নেতৃত্ব দিতে পরীক্ষিতরাই হোয়াইট হাউজে বসেন।’ ট্রাম্পের মত মানুষের কথায় ভোটাররা যাতে বিভ্রান্ত না হন সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছে হিলারি ক্যাম্প।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত