জয়ের পথে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। পাশাপাশি চলছে গণনাও।
ইতিমধ্যে ৪৬টি রাজের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৯ রাজ্যে ট্রাম্প ও ১৭ রাজ্যে হিলারি জয়ী হয়েছেন।
এসব রাজ্যে হিলারি ২১৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। তবে ট্রাম্প ২৬৫টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।
ট্রাম্প জয় পেয়েছেন টেক্সাস ও ফ্লোরিডায়। এ দুই রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩৮ ও ২৯। অর্থাৎ ট্রাম্প এ দুই রাজ্যেই পেয়েছেন ৭৭টি ইলেকটোরাল ভোট। এ ছাড়া ট্রাম্প ওহাইও ও নর্থ ক্যারোলিনায় জয় পেয়েছেন। কেনটাকিতে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।
নির্বাচনে ট্রাম্প জয় পেয়েছেন- উটাহ (ইলেক্টোরাল ভোট-৬), ইডাহো (৪), মন্টনা (৩), ওয়াইওমিং (৩), টেক্সাস (৩৮), ওকলাহোমা (৭), কানসাস (৬), নেব্রাস্কা (৫), সাউথ ডাকোটা (৩), নর্থ ডাকোটা (৩), লুইজিয়ানা (৮), আরকানসাস (৬), মিসৌরি (১০), লোয়া (৬), মিসিসিপি (৬), আলাবামা (৯), ফ্লোরিডা (২৯), জর্জিয়া (১৬), সাউথ ক্যারোলিনা (৯), নর্থ ক্যারোলিনা (১৫), টেনেসি (১১), কেনটাকি (৮), ইন্ডিয়ানা (১১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওহাইও (১৮), পেনসিলভানিয়া (২০), মিশিগান (১৬), উইসকনসিল (১০), অ্যারিজোনা (১১) রাজ্যে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন