পরবর্তী নির্বাচনে মিশেল ওবামা!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে হিলারি সমর্থিত অঞ্চলগুলোতে ডোনাল্ড ট্রাম্পের জয় অনেক আমেরিকান এখনো মানতে পারছে না। তাই কেউ কেউ এখনই পরবর্তী নির্বাচনের কথা ভাবতে শুরু করেছে।
বিবিসির খবরে বলা হয়, ডেমোক্রেট সমর্থনকারীরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েও যেন শেষ হয়নি। পরবর্তী নির্বাচন নিয়ে লোকজনের মধ্যে এখনই কথাবার্তা শুরু হয়ে গেছে।
এ নিয়ে অনলাইনে প্রচারও শুরু হয়। 'মিশেল২০২০' হ্যাশট্যাগ দিয়ে এর পক্ষে টুইটারে ব্যাপক প্রচারণাও চলছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মাথায় অনলাইনে তৎপর হয়ে ওঠে বিপুলসংখ্যক মার্কিন।
যোগাযোগের সামাজিক মাধ্যমে তারা বর্তমান ফার্স্ট লেডি মিশেলকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানায়। এ নিয়ে অনলাইনে প্রচারও শুরু হয়।
অবশ্য মিশেল ভক্তদের জন্য খারাপ খবরটি হচ্ছে, গত মার্চ মাসে মিশেল রাজনীতিতে জড়াবেন না বলে জানিয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পর ভবিষ্যতে তার প্রেসিডেন্ট নির্বাচন করার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন