ট্রাম্প টাওয়ারের সামনে বালু বোঝাই ট্রাক
ট্রাম্প টাওয়ারের সামনে বালু বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর আগেও লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে বেশ কিছু ট্রাক লাইন ধরে দাঁড়িয়ে ছিল।
মঙ্গলবার থেকেই ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনে বালুবোঝাই ট্রাক মোতায়েন করা হয়। টাওয়ারের চারদিকে নিরাপত্তা তৈরি করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। তবে বিশেষজ্ঞরা বলছে, গাড়িবোমা হামলা এবং অন্যান্য হামলা ঠেকাতেই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ব্যবস্থার ফলে বিক্ষোভও ঠেকানো যাবে। তবে এ ধরনের পদক্ষেপের নিন্দা করেছেন অনেকেই। নিরাপত্তা বিশেষজ্ঞ পল ওয়ারথেইমার (৬৮) বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রে এ ধরনের নির্বাচনী প্রচারণা কখনো দেখিনি যেখানে সতর্কতা প্রয়োজন।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন