ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত শতাধিক
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে শতাধিকে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২০০ জন।
কানপুরে পাটনা-ইনদোর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ায় এসব লোক হতাহত হয়। ভারতে ট্রেন দুর্ঘটনার ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কানপুর দেহাত জেলার পুখরায়ান এলাকায় এক্সপ্রেস ট্রেনটির ১৪টি যাত্রাবাহী বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিল। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী নিশ্চিত করেছেন, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
ঘটনাস্থলে উদ্ধারাভিযান এখনো চলছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং গুরুতর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ইন্ডিয়ান রেলওয়েসের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, জ্যেষ্ঠ কর্মকর্তারা ও মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রদেশ পুলিশের মহাপরিচালককে প্রত্যক্ষভাবে উদ্ধারাভিযান তদারকির নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রেলমন্ত্রী সুরেশ প্রভু এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে, যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনের এস-২ বগিতে থাকা যাত্রীরা বেশি মারা গেছেন। ওই বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকাশ কুমার আরো জানান, রেলওয়ের সঙ্গে জেলা প্রশাসন উদ্ধারাভিযান চালাচ্ছে। ট্রেনের চারটি এসি কোচও লাইনচ্যুত হয়েছে।
কানপুর রেঞ্জের ডিআইজি রাজেশ মোদক জানিয়েছেন, ট্রেনের দুটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে অনেকে হতাহত হয়েছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন