সিরিয়ায় বোমা হামলায় শিশুসহ নিহত ১৪
সিরিয়ায় পূর্ব আলেপ্পোতে সরকার ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে আটজন একটি স্কুলের শিক্ষার্থী এবং ছয়জন একই পরিবারের সদস্য। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দুই চিকিৎসক জানিয়েছেন, শনিবার মধ্যরাতে সাকআওয়ার জেলায় ব্যারেল বোমা হামলা চালানো হয়। এতে আল বাইতুনজি এলাকায় দম বন্ধ হয়ে মারা গেছে একই পরিবারের ছয় সদস্য। হয়েছে। ধারণা করা হচ্ছে এ বোমার সঙ্গে ক্লোরিন গ্যাস বোমাও ফেলা হয়েছে।
তবে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ব্যারেল বোমা হামলার বিষয়টি জানাতে পারলেও তারা ক্লোরিন বোমা হামলা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি। দামেস্কও এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে আল ফারকান জেলায় বিদ্রোহীদের বোমা হামলায় সারিয়া হাসুন নামে একটি স্কুলের আট শিক্ষার্থী নিহত হয়েছে। এদের সবার বয়স ছয় থেকে ১২ বছরের মধ্যে।
গত মঙ্গলবার থেকে পূর্ব আলেপ্পোতে বোমা হামলার তীব্রতা বৃদ্ধি করেছে সরকারি বাহিনী। গত কয়েকদিনে হামলায় শহরটিতে শতাধিক লোক নিহত হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন