ইসরায়েলের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি ভারতের অনুমোদন
ইসরায়েলের সঙ্গে সম্পাদিত ২.৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র নির্মাণ সংক্রান্ত চুক্তি ভারত সরকার অনুমোদন করেছে। চুক্তি অনুযায়ী, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েল তৈরি করবে।
ভারতের দ্য হিন্দু পত্রিকা জানায়, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চুক্তিটি অনুমোদন করা হয়।
চুক্তির আওতায়, ৫০ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার পাল্লা বিশিষ্ট ২০০ ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। ইসরায়েলের পুরাতন বারাক সিস্টেমের মতো করে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হবে। এগুলো ব্যবহার করা হবে ভারতে। এছাড়া প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন করা যাবে।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী এ বছর জুনে ইসরায়েল সফরে যেতে পারেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন