পাতা খেয়েই ২৫ বছর বেঁচে আছেন মেহমুদ
ছবিঃ মেহমুদ
সকাল, বিকাল, রাত - গাছের পাতাই তার প্রধান খাদ্য। এভাবেই ২৫ বছর পার করে দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মেহমুদ বাট। আর এই গাছের পাতা খেয়েই দিব্যি সুস্থ আছেন মেহমুদ। রবিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, তীব্র অর্থ সংকটই মেহমুদকে বাধ্য করেছে পাতা খাওয়ার জন্য। আর এখন তা অভ্যাসে দাঁড়িয়েছে। ক্ষুধা লাগলেই, গাছের থেকে পাতা ছিঁড়ে মুখে পুড়েন। এরপরই নেমে পড়েন নিত্যদিনের কাজে। অবাক করা ঘটনা হল, এই পাতা খেয়ে একবারের জন্যও অসুস্থ হননি মেহমুদ।
বর্তমানে একটি কাজ জুটিয়েছেন মেহমুদ। গাধার পিঠে মালপত্র রেখে এক জায়গা থেকে অন্যজায়গায় নিয়ে যাওয়া। এই কাজ করে দিনে ৬০০ টাকা পান মেহমুদ। এই টাকায় অনায়াসেই খাবার জুটিয়ে নিতে পারেন তিনি। কিন্তু ২৫ বছরের অভ্যাস ত্যাগ করতে পারেননি। এখনও খিদে পেলেই গাছের ডাল, পাতা খেয়ে নেন।
মেহমুদ বলেন, ‘গাছের ডালপালা খেয়ে দিব্যি আছি। অসুস্থও হইনি কখনো। তাই এখনো খিদে লাগলে গাছের পাতাই খাই। খেতে ভালোও লাগে আমার।’সূত্র: গালফ নিউজ
শেয়ার করুন