যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন
সৌদি আরবের সঙ্গে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে সম্মত হয়েছে।
সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রথম দিন শনিবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে ঐতিহ্যবাহী মিত্রদেশ সৌদি আরবে এসেছেন। তার সফরসঙ্গী হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ও মেয়ে ইভানকা ট্রাম্প।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের হুমকির মুখে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দিতে এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জামাদি ও সেবা দেবে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে অবদান রাখতে এবং এসব অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপ লাঘবে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ও রেক্স টিলারসনের উপস্থিতিতে সৌদি আরবের সঙ্গে এই অস্ত্র চুক্তি সম্পাদিত হবে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সাত দশকের সম্পর্কের উল্লেখযোগ্য সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে এই চুক্তিকে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন