যুক্তরাষ্ট্রজুড়ে “নো কিংস” বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েন
কনসার্টে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারণা স্থগিত
ম্যানচেষ্টারে পপ কনসার্টে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্দের কনসার্ট শেষে ম্যানচেস্টার এরিনাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২২ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে শিশুও আছে। পুলিশ জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা ছিল এবং ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়েছে।
লেবার পার্টি ও বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি নির্বাচনী প্রচারণা স্থগিতের বিষয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারা দুজনই পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত প্রচারণা স্থগিতের বিষয়ে একমত হয়েছেন।
প্রসঙ্গত, ইউরোপ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে দেশের ভেতরে রাজনৈতিক বিতর্ক দেখা দেওয়ায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৮ জুন এ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন