আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি তরিকুল
দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় (ডিআইএইচকিউএ) সেরা খেতাব জিতেছে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার ২১তম এ প্রতিযোগিতার 'বিউটিফুল ভয়েস' বিভাগের চতুর্থ পুরস্কারও অর্জন করেছে ১৩ বছর বয়সী এ কিশোর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।
প্রথম পুরস্কারের জন্য আড়াই লাখ দিরহাম পেয়েছে তরিকুল ইসলাম।
দুবাই প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান সমিতির অডিটরিয়ামে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তরিকুল ইসলামসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ অনুষ্ঠানে সৌদি আরবের বাদশাহ সালমানকে এ বছরে শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসেবেও সম্মাননা দেয়া হয়, বাদশাহর প্রতিনিধি সেটি গ্রহণ করেন। এ দিন এ প্রতিযোগিতা উপভোগ করতে দেশটির গণমান্য ব্যক্তিরা মিলনায়তনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জনের পর এ বাংলাদেশি কিশোর দুবাইয়ে ৮৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এ কৃতিত্ব দেখালেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন