পর্তুগালে দাবানল : নিহত ৪৩
পর্তুগালে দাবানলে দগ্ধ হয়ে ৪৩জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্ডে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই রাস্তার পাশে রাখা গাড়িতে ছিলেন। প্রচণ্ড দাবদাহ ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত পার্বত্য ওই এলাকাটিতে ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী অ্যান্টনিও কোস্টা বলেছেন, ‘আমরা একটি ভয়াবহ বিপর্যয় প্রত্যক্ষ করছি। এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ জানিয়েছিলেন, ফিগুইরো ডস ভিনহোস থেকে ক্যাস্টানহেইরা ডি পেরা যাওয়ার লিংক সড়কে গাড়িতে ১৬ জনের এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া ছয় অগ্নিনির্বাপক কর্মীসহ ৫৯ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন গোমেজ।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন