মালালা এখন অক্সফোর্ডের ছাত্রী
বিশ্বের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে ভর্তির সুযোগ পেয়েছেন পাকিস্তানের শিক্ষা আন্দোলনের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। খবর ডন অনলাইনের।
মালালা তার টুইটার অ্যাকাউন্টে অক্সফোর্ডে ভর্তির চিঠিটির স্ক্রিনশট শেয়ার করে জানান, তিনি সেই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি, দর্শন ও অর্থনীতি পড়ার সুযোগ পাচ্ছেন।
তিনি লেখেন, ‘অক্সফোর্ডে যাওয়ার আনন্দে উল্লসিত!... একটা অসাধারণ জীবনের জন্য শুভকামনা!’
মালালার অক্সফোর্ড ভর্তির খবরে আনন্দিত তার ভক্তরাও। অ্যামি নামে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘শুভেচ্ছা মালালা! জ্ঞান চর্চা, জ্ঞান শেয়ারটা উপভোগ করুন। এটা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ব এখন তোমার হাতের মুঠোয়।’
মীনা গাভিনার মন্তব্য, ‘ও মাই গড! শুভেচ্ছা! তুমি আমাদের গর্বিত করেছো।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন