ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলা
আবারও ইউরোপ সন্ত্রস্ত৷ পরপর সন্ত্রাসী হামলা হয়েই চলেছে৷ স্পেন, ফিনল্যান্ড, রাশিয়ার পর রাশিয়ার পর নাশকতার চেষ্টা ফ্রান্সের স্টেশন৷ বিবিসি জানাচ্ছে, দক্ষিণ ফ্রান্সের নাইমস স্টেশনে তিন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে৷ এরপরেই রক্ষীরা তাদের ঘিরে নিয়ে পাল্টা গুলি চালাতে শুরু করেন৷ পরে ধরা পড়ে একজন৷ বাকি দুই বন্দুকধারীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ফ্রান্সে৷ নাইমস স্টেশনে থাকা যাত্রীদের নিরাপদ দূরত্বে থাকা নির্দেশ দিয়েছে প্রশাসন৷ প্রত্যেক যাত্রীকে হাত তুলে দাঁড়ানোর আদেশ জারি করা হয়েছে৷ জানা গিয়েছে, স্থানীয় একটি সাইকেল প্রতিযোগিতা উপলক্ষে ভিড় হয়েছিল দক্ষিণ ফ্রান্সের নাইমসে৷ সেই সময় গুলি চালায় তিন বন্দুকধারী৷
একদিকে স্পেনে আইএসের জোড়া হামলায় নিহত ১৪ পথচারী পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জঙ্গির৷ তারপরেই ফিনল্যান্ডের রাস্তায় ছুরি নিয়ে পথচারীদের উপর হামলা৷ দুই ব্যক্তির মৃত্যু৷ সেখানে এক হামলাকারী ধরা পড়া, বাকিদের পালানো৷ তার পরেই রাশিয়ার রাস্তায় ছুরি নিয়ে পথচারীদের উপর হামলা ও রক্ষীদের গুলিতে হামলাকারীর মৃত্যুতে সন্ত্রস্ত ইউরোপ৷
এরই মাঝে আবারও ফ্রান্সে বন্দুকধারীদের হামলা পরিস্থিতি আরও ঘোরালো হয়ে গেল৷ নাইমসের গুলি চালানোর পরেই রাজধানী প্যারিস সহ ফ্রান্সের সর্বত্র জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ কারণ আগে ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ফ্রান্স৷ সেই হামলা দায় নিয়েছে ইসলামিক স্টেট৷
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন