ভারতের প্রশংসা ও পাকিস্তানকে তিরস্কার করলেন ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত চেষ্টা চালাচ্ছে এবং এ কারণে ভারতকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা যেসব সন্ত্রাসীর সঙ্গে যুদ্ধ করছি পাকিস্তান তাদেরকে আশ্রয় দিচ্ছে।" আফগানিস্তান বিষয়ক নয়া কৌশল ঘোষণার সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প আরও বলেছেন, সন্ত্রাসী ও উগ্রবাদীদের জন্য পাকিস্তান অভয়াশ্রম গড়ে তুলেছে। এ কারণে পাকিস্তান মারাত্মক ক্ষতির শিকার হবে বলে তিনি দাবি করেন।
ট্রাম্প বলেন, আমেরিকা পাকিস্তানকে শত শত কোটি ডলার সাহায্য দিয়েছে, কিন্তু এরপরও তারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েই যাচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত হচ্ছে আমেরিকার ভালো অর্থনৈতিক অংশীদার।
ইরাক থেকে দ্রুত মার্কিন বাহিনী সরিয়ে নেয়া ভুল ছিল বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন