ভক্তকে ধমক দিয়ে খবরের শিরোনামে ওবামাকন্যা
ছবিশিকারি নাছোড় এক ভক্তকে রীতিমতো ধমক লাগিয়ে খবরের শিরোনামে উঠে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া।
এক সপ্তাহ আগে হার্ভার্ডে পা রেখেছেন মালিয়া। এর আগে হোয়াইট হাউসের বাসিন্দা থাকাকালীন মালিয়াকে নিয়ে কম খবর হয়নি। এমনকী, প্রেসিডেন্ট পদে তার বাবার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও খবর হয়েছে তাকে নিয়ে। মালিয়া কেমন জীবন কাটাচ্ছেন, অথবা মা-বাবার পথে হেঁটে হার্ভার্ডে পড়তে যাচ্ছেন তিনি, সব দিকেই তীক্ষ্ণ নজর সংবাদমাধ্যমের।
গত শনিবার মেজাজ হারিয়ে ছবিশিকারি এক বৃদ্ধাকে ধমক দিয়েছেন মালিয়া, সেটাও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
জানা যায়, মালিয়া গিয়েছিলেন কেমব্রিজের হার্ভার্ড স্কোয়ারের একটি খাবারের দোকানে। সেখানে এক নারী এসে বলেন, তার নাতির জন্য মালিয়ার ছবি তুলতে চান। কিন্তু মালিয়া তাতে রাজি ছিলেন না। প্রথমে ভদ্রভাবে বিষয়টি এড়িয়ে যান।
ওই বৃদ্ধা বেরিয়ে গেলেও দরজার বাইরে অপেক্ষা করছিলেন। কেনাকাটা সেরে মালিয়া বেরোতেই চট করে তার ছবি তুলে ফেলেন ওই ভক্ত। তাতে বেজায় চটে গিয়ে মালিয়া বলেন, ‘আমাকে কি খাঁচায় বন্দি পশুর মতো লাগছে যে আমার ছবি তুলতে আসছেন?’
এমন নয় যে, এই প্রথম কেউ তার ছবি তুলতে চেয়েছেন। মালিয়া পাপারাজ্জিদের মধ্যেই বড় হয়েছেন। তবে তিনি বরাবরই চেয়েছেন, একটা সাধারণ পরিবারের ছেলেমেয়ের মতোই বেড়ে উঠতে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন