চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি
Anaheim and Corona সীমান্তে দাবানল, জরুরি অবস্থা জারি
গতকাল Anaheim and Corona সীমান্তের ২,০০০ একর এলাকা জুড়ে সংগঠিত হয় এক বিশাল দাবানল সংগঠিত হয়। এতে করে শত শত ঘর-বাড়ি আগুনের লেলিহান শিখায় বিপদগ্রস্ত হয়ে পড়লে তাদের নিরাপদ আশ্রয়ে নিতে কাজ করে শতাধিক অগ্নিনির্বাপক কর্মী। এখনো পর্যন্ত অগ্নিনির্বাপণের ১০টি ইউনিট কাজ করছে বলে খবর পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানলের সূত্রপাত ঘটে সোমবার দুপুর ১ থেকে। ইস্টবাউন্ড ৯১ ফ্রীওয়ের Coal Canyon রোড থেকে শুরু হয় করালগ্রাসী এই দাবানল। এলাকাটির ১৫ শতাংশ জুড়ে চলে দাবানলের এই বিশাল তাণ্ডব চলছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অরেঞ্জ কাউন্তির অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, করালগ্রাসী এই দাবানলে এখনো পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটে নি। তবে একটি বাড়ি ও একটি সেমি-ট্রাকের ট্রেইলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাউন্তির অগ্নিনির্বাপনের দায়িত্বে থাকা এই সংস্থাটি।
এদিকে রিভারসাইড কাউন্টি বোর্ডের সুপারভাইজার গতকাল মঙ্গলবার Canyon Fire এর ঘটনাকে কেন্দ্র করে এলাকাটিতে জরুরি অবস্থা জারি করেন। অবশ্য এতে করে অগ্নিনির্বাপণে স্টেট ও ফেডারেলের সহযোগিতা বৃদ্ধি পায়।
শেয়ার করুন