দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফুটবলার জর্জ উইয়াহ
প্রাক্তন ফুটবলার উইয়াহ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নির্বাচনে উইয়াহ ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। বিজয়ের সংবাদ পাওয়ার পরপর বৃহস্পতিবার রাতেই রাজধানী মনরভিয়ার রাস্তায় আনন্দ-উল্লাসে ফেটে পড়ে উইয়াহ’র সমর্থকরা।
বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৮ দশমিক ১ শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ৬১ দশমিক ৫ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বোয়াকাই পেয়েছেন মাত্র ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট।
বিজয়ের পর এক টুইটার বার্তায় উইয়াহ লিখিছেন, ‘আমাকে এত বড় একটি পদের জন্য বিবেচনা করায় লাইবেরিয়ার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বড় দায়িত্ব এটা। ’
পিএসজি, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, অলিম্পিক মার্শেইর মতো ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন উইয়াহ। ইউরোপের বাইরের তিনি প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন