দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
পেরুতে পাহাড় থেকে বাস খাদে পড়ে ৪৬ জন নিহত
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ৩ জানুয়ারি) রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
বাসটি ৫৭ জন যাত্রী নিয়ে যাচ্ছিলো। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার পরিবহন কর্মকর্তারা।
প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি ৫৭ জন যাত্রী বহন করছিলো। এর মধ্যে মাত্র পাঁচজন যাত্রী বেঁচে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। পেরুতে প্রশান্ত মহাসাগরীয় ওই সড়কটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে।
এক বিবৃতিতে এ প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন