যুক্তরাষ্ট্রে ট্রেনের ধাক্কায় বাসের ১০যাত্রী নিহত
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে কারাবন্দিদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন।বুধবার সকালে ঘন তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
আহদের স্থানীয় ওডেসা হাসপাতলে ভর্তি করা হয়েছে। হাসাপাতাল থেকে জানানো হয়েছে, তাদের এখানে আহত পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।শেরিফ মার্ক ডোনাল্ডসন জানিয়েছেন, বাসটি একটি ওভারপাস থেকে পিছলে ছিটকে গিয়ে নীচে ট্রেন লাইনের উপর পড়ে যায়, এ সময় মালবাহী একটি ট্রেনে এসে বাসটিকে সজোরে আঘাত করলে বাসটি লাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে।
টেক্সাস ক্রিমিনাল জাস্টিস বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আট বন্দি ও দুই কর্মকর্তা নিহত হয়েছেন। বাসটি অ্যাবিলেনি’র একটি কারাগার থেকে বন্দিদের নিয়ে এল পাসো’র অরেকটি কারাগারে যাচ্ছিল। বাসটিতে ১২ জন বন্দি ও তিনজন কর্মকর্তা ছিলেন।ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ের মুখপাত্র মার্ক ডেভিস জানান, বাসের ধাক্কায় ট্রেনের কোনো যাত্রী আঘাত পাননি।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
শেয়ার করুন