শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
চীনে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৮
চীনের নির্মাণাধীন একটি সুড়ঙ্গপথ ধসে ৮ শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে গুয়াংঝু প্রদেশের ফোশান শহরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়া।
দুর্ঘটনার পর ৯ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সুড়ঙ্গ ধসের পর একটি রাস্তা ও সংলগ্ন ফুটপাত ধসে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছে ফোশানের পরিবহন ব্যুরো।
উদ্ধার তৎপরতার জন্য সংলগ্ন এলাকার পানি ও বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন