দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
সোমালিয়ায় রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৮
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া রেস্টুরেন্টের ভেতরে আরো অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানীতে প্রেসিডেন্টের বাস ভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটে।
এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব। খবর- আল-জাজিরার।
সোমালিয় পুলিশের বরাত কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরার খবরে বলা হয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আরো অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে তারা। এছাড়া দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়। গোটা ভবন ঘিরে রেখেছে পুলিশ। এখনও উদ্ধার কাজ চলছে।
সোমালিয়ার পুলিশ অফিসার মেজর মোহাম্মেদ আহমেদ জানিয়েছেন আমরা ধারণা করছি এটি একটি আত্মঘাতী বোমা হামলা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন