শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত গৌতা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
পরিস্থিতি ‘অতি সংকটাপন্ন’ হওয়ায় সিরিয়ার রাজধানী দামেশকের নিকটবর্তী এলাকা বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। রাজধানীর পূর্বের এই এলাকাটির পুর্নদখল নেওয়ার জন্য কয়েকটি ফ্রন্ট থেকে বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।
বিবিসি জানিয়েছে, অবরুদ্ধ এলাকাটিতে তিন লাখ ৯৩ হাজার লোকের বাস। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। সিরিয়া সরকার ইতিমধ্যে পূর্ব গৌতার ১০ শতাংশ এলাকা পুর্নদখল করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রোববারও জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে পারেনি।
সরকারবিরোধী সূত্র ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, বেইত সাওয়া, দুমার দক্ষিণ ও পূর্ব গৌতার ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলে বোমা হামলা অব্যাহত আছে। এসব এলাকা থেকে লোকজন পালিয়ে যাচ্ছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বেইত সাওয়াতে সরকার বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপ জইশ আল ইসলামের প্রচণ্ড লড়াই চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব গৌতার পরিস্থিতি ‘অতি সংকটাপূর্ণ।’
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন