গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
ভারতে স্কুলবাস খাদে পড়ে ২৭ শিশু নিহত
ভারতের হিমাচলে রাস্তা থেকে একটি স্কুলবাস ছিটকে খাদে পড়ে অন্তত ২৭ শিশু নিহত হয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী শিমলার ২২০ কিলোমিটার দূরে কাংড়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ভেতরে আরোহীদের মধ্যে অধিকাংশ ছিল পঞ্চম শ্রেণি বা তার নিচের ক্লাসের শিক্ষার্থী।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের বহনকারী বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, এ দুর্ঘটনায় অন্তত ২৭ শিশু নিহত হয়েছে। সরু রাস্তার কারণেই বাস চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাসটির ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে ৯০ কিলোমিটার দূরের পাঠানকোটের হাসপাতালে নেয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি দেবার কথা ঘোষণা করেছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন