শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
গাজায় ইসরায়েলের এ যাবতকালের বড় বিমান হামলা
ফিলিস্তিনের গাজায় আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় বিমান হামলা।
এর আগে গাজায় ইসরায়েলি দখলদারিত্বের এক যুগ পূর্তির প্রতিবাদে ফিলিস্তিনিদের ওই এলাকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান হামাস ও ইসলামিক জিহাদের কমপক্ষে ৩৫টি অবস্থানে হামলা চালায়।
গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধারা অনেকগুলো ক্ষেপণাস্ত্র হামলা করেছে, ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই গাজায় বিমান হামলা চালানো হয়।
এর আগে ইসলামিক জিহাদ গত সপ্তাহে তাদের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার প্রতিশোধ নেবে, এমন ঘোষণার পর মঙ্গলবর ইসরায়েলে হামলা হয়।
ওই হামলার পর হামাস ও ইসলামিক জিহাদ এক যৌথ বিবৃতিতে বলে, ‘ইসরায়েলের সামরিক অবস্থানে তাদের যৌথ রকেট হামলা... এই ঘোষণাই দেয় যে, এই ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।’
মঙ্গলবার বিমান হামলার পর ফিলিস্তিনের আল-কাসাম বিগ্রেড ও আল-কুদস বিগ্রেড ইসরায়েলকে দোষারোপ করে বলেছে, ‘এটি আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন। আমাদের শান্তিপ্রিয় জনগণের ওপর কৃত অপরাধ থেকে দৃষ্টি সরিয়ে নিতেই এ আগ্রাসন চালানো হচ্ছে।’
শেয়ার করুন