ঈদের আগের রাতে ...
ঈদের আগের রাতে নানান পরিকল্পনায় ব্যস্ত থাকেন সবাই। কারণ রাত পোহালেই তো অনেক অপেক্ষার ঈদ। ঈদকে একেবারে নিখুঁত আর আনন্দময় করতে আগের রাতে ব্যস্ততা প্রচুর। বিশেষ করে তরুণীদের ব্যস্ততা থাকে ঈদের আগের রাতে রূপচর্চা আর মেহেদি দেয়া নিয়ে। হাতে মেহেদি না দিলে যেন ঈদ পায় না ঈদের রূপ। তাই এবারের বাংলা ট্রিবিউন লাইফস্টাইলের আয়োজন চাঁদ রাতের মেহেদি দেয়া নিয়ে।
একটা সময় ছিল রমজানের ঈদেই শুধু মেয়েরা হাত মেহেদি দিয়ে রাঙাতো। রমজানের শেষভাগ শুরু হতেই বাড়ির মেয়েরা উঠানের কোণে থাকা মেহেদি গাছের পাশ ছাড়তো না।
খুব যত্নে গাছের মেহেদি পাতা তুলে নিয়ে অপেক্ষা করতো। যেই ঈদের চাঁদ উঁকি মারতো আকাশে সেই শুরু হতো মেহেদি বাটার তোড়জোর। মেহেদি পাতার গন্ধ ছড়িয়ে যেত পুরো ঘরে। একদিকে চাঁদরাতে রান্না করা মায়েদের ধোঁয়া ওঠা সেমাই-পায়েসের ঘ্রাণ, অন্যদিকে মেহেদি পাতার গন্ধ- দুইয়ে মিলে এক নতুন সৌরভ ছড়িয়ে দিত ঘরজুড়ে। যাকে ঈদ সুগন্ধী বললেও ভুল হবে না।
শেয়ার করুন