ভিটামিন সি সিরাম বানান
শীত আসি আসি করছে। তবে এখনও শীত আসেনি। ভ্যাপসা গরম রয়ে গেছে। ত্বকের ওপর পড়ছে চাপ। আর এই চাপ থেকে অস্বস্তি বাড়ে। সেক্ষেত্রে ভিটামিন সি সিরাম অনেক কার্যকর। কিন্তু সেরাম পাবেন কোথায়? পাওয়া কঠিন নয়। বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেই:
উপকরণ
গোলাপ জল
ভিটামিন সি পাউডারগ্লিসারিন
ব্যবহারবিধি
বাজারে গেলেই ভিটামিন সি পাউডার পাবেন। ফ্লেভার ফ্রি পাউডার নিন। কাচের বাটিতে ১ চা চামচ গোলাপ জলের সঙ্গে ১/৪ চামচ ভিটামিন সি পাউডার মেশান। এক চা চামচ গ্লিসারিন মেশান। মিশ্রণটি ফ্রিজে রাখুন। মিশ্রণটি ফ্রিজ থেকে বের করে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন ত্বকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন